শেষ পর্যন্ত রংপুর-কুমিল্লার লড়াই বৃষ্টির বাগড়ায় থেমে গেল!

0
শেষ পর্যন্ত রংপুর-কুমিল্লার লড়াই বৃষ্টির বাগড়ায় থেমে গেল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফার ম্যাচের মাঝপথে আকাশ ভেঙে নেমে এল বৃষ্টি। থেমে গেল রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ফাইনালে ওঠার লড়াই। এই রিপোর্ট লেখা পর্যন্ত অঝোরে বৃষ্টি হচ্ছে মিরপুরে।

শেষ পর্যন্ত রংপুর-কুমিল্লার লড়াই বৃষ্টির বাগড়ায় থেমে গেল

রবিবার দিনের একমাত্র ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইল এবং জনসন চার্লস ভালোই শুরু করেছিলেন। তবে গত ম্যাচের মত ক্যারিবিয়ান দানবের ইনিংসটি বড় হয়নি। মাত্র ৩ রান করে মেহেদী হাসানের শিকার হয়েছেন তিনি। কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন অপর ওপেনার চার্লস।

বৃষ্টির আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান। জনসন চার্লস ৪৬ এবং ম্যাককালাম ৪ রানে অপরাজিত আছেন।

বৃষ্টি থামলেও পূর্ণ ওভার খেলা হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে