কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। এক সময়ে যে ‘হাওয়া হাওয়াই’ গানের তালে তাল মিলিয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেই গানের রূপকার আর নেই। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বলিউড। সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়েছে শোকবার্তা।
তবে শ্রীদেবীর মৃত্যুতে ভারতের গণ্ডি ছাড়িয়ে পাকিস্তানেও শোকের ছায়া নেমে এসেছে। সীমান্তের তিক্ততা ভুলে ভারতীয় অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের অভিনেতা, অভিনেত্রী, গায়করাও। শোকে মুহ্যমান হয়ে টুইটার ও ইনস্ট্রাগামে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিরা খান, ইমরান আব্বাস, রাহাত ফতে আলি খান, সাবা কামারের মতো পাক কলাকুশলীরা।
বলিউডে গত শতকের আট ও নয়ের দশকে বড়পর্দায় ঝড় তুলেছিলেন শ্রীদেবী। দু’দেশের মধ্যে যতই উত্তেজনা থাক না কেন, বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা পাকিস্তানে বরাবরই জনপ্রিয়। শ্রীদেবীর অভিনয়ও সীমান্তের গণ্ডি ছাড়িয়ে পাক দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে পাক শিল্পীদের শোকপ্রকাশ সেটাই আরও একবার প্রমাণ করল।
প্রসঙ্গত শনিবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে প্রধান শিরোনাম দখল করেছে ৫৪ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর। মধ্যরাতেই টুইটার ভরে গেছে শোকাচ্ছন্ন বার্তায়। শ্রীদেবীটাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুবাইয়ে অবস্থান করছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর। শুটিংয়ে ব্যস্ত থাকায় সঙ্গে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী। জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী।
ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু শ্রীদেবীর। ২০১৩ সালে চতুর্থ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হন তিনি। মৃত্যুকালে শ্রীদেবীর বয়স ছিল ৫৪ বছর। ঘটনা নিশ্চিত করে আত্মীয় সঞ্জয় কাপুর বলেন, ‘এটা সত্যি শ্রীদেবী মারা গেছেন। আমি মাত্রই এলাম। ১১টা থেকে সাড়ে ১১টার দিকের ঘটনা।’
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়পান। ১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ। এরপর একে একে চান্দনী, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন। নন্দিত হয়েছেন দর্শকের মনে ছাপ ফেলতে সক্ষম হওয়ার কারণে। ১৯৮৩ সালের তাঁর অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে তাকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মত, শ্রীদেবী অভিনীত ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম৷ ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি।
শ্রীদেবী
শ্রীদেবী এমন একজন অভিনেত্রী, যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু কন্নড় সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। ২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ ছবিটি বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল। সেই বছরই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। তার মৃত্যুতে মাঝরাতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে লিখেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি… যারা শ্রীদেবীকে ভালোবাসতেন তাদের সবার জন্য সমবেদনা… একটা অন্ধকার দিন এটা’। রিতেশ দেশমুখ লিখেছেন, ভয়ঙ্কর এক খবর। শোকে ভাষা হারিয়ে ফেলেছি। শ্রীদেবী নেই.. শান্তিতে ঘুমাক তার আত্মা’