সত্যিই থামছেন রিয়াদ

0

রঙিন পোশাকে বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ভরসার প্রতিচ্ছবি। যত উজ্জ্বল ফ্লাডলাইটের রঙে, তত বিবর্ণ টেস্টের রোদেলা শুভ্রতায়। দলের বাইরে ছিলেন বহুদিন। বারবার ফিরতে চেয়েছেন। সুযোগ এলো জিম্বাবুয়ের বিপক্ষে। এলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন।

টেস্টে রিয়াদের পরিসংখ্যান গড়পড়তা মানের। ৪৯ ম্যাচের ৯৩ ইনিংসে ২৭৬৪ রান ও ৪৩ উইকেট। হারারে টেস্টে প্রথম ইনিংসে ১৫০* রানের অনবদ্য নকের পর হঠাৎ ঘোষণা আসে অবসর নিচ্ছেন তিনি। তৈরি হয় ধোঁয়াশা!

ভক্ত সমর্থকরা আশায় থাকে। বিসিবি হয়ত বুঝিয়ে শুনিয়ে সিদ্ধান্ত বদলাবেন। রিয়াদ নিজ সিদ্ধান্তে অনড়। টেস্টের শেষ দিনের শুরুতে তাকে গার্ড অব দেয় সতীর্থরা, অবসান ঘটে জল্পনার।

সাদা পোশাকে দেখা যাবে না মাহমুদউল্লাহ রিয়াদকে। ২০২৩ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে চান। কাঁধের পুরনো ইঞ্জুরি যাতে বাগড়া না দেয়, সেকারণেই লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন সাইলেন্ট কিলার রিয়াদ।