সবচেয়ে ধনী নারী সঙ্গীত শিল্পী রিহান্না

0
সবচেয়ে ধনী নারী সঙ্গীত শিল্পী রিহান্না

বিশ্বজুড়ে জনপ্রিয় পপ তারকা রিহান্না। সুরের মূর্ছনায় মাতোয়ারা কোটি কোটি ভক্ত। রিহান্না এবার নাম লেখালেন বিলিয়নিয়ারের তালিকায়। বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের মতে, রিহান্না এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার এবং বিশ্বের সবচাইতে ধনী নারী সঙ্গীতশিল্পী।

বিখ্যাত পপ তারকা রিহান্নার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে সিংহভাগ আসেছে একটি প্রতিষ্ঠান থেকে। প্রায় ১.৪ বিলিয়ন ডলার এসেছে ফেন্টি বিউটি কসমেটিকস নামক কোম্পানি থেকে।

আয়ের বাকী অংশের মধ্যে ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে আসে। সংগীত ও অভিনয় থেকে আসে বড়ো একটা অঙ্ক। নারী সঙ্গীতে শীর্ষ ধনী রিহান্না টোটাল শোবিজ ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থানে আছেন অপরাহ উইনফ্রের পর।

২০১৬ সালের পর থেকে তিনি কোনো অ্যালবাম প্রকাশ করেননি রিহান্না। এতে অবশ্য জনপ্রিয়তায় কাটতি নেই, তা আয়ের ফিরিস্তি দেখলেই বোঝা যায়।সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সাথে একটি মিউজিক ভিডিয়োর শুটিং করতে দেখা গেছে এই পপ তারকাকে।