সাকিবের দু’টি ম্যাচের মধ্যে কি অদ্ভুত মিল!

0
সাকিব সুন্দর

গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ হয় সাকিব আল হাসানের। সিরিজ জিতে দারুণভাবে তা সেলিব্রেট করেন আল হাসান। সাথে জন্ম দেন অদ্ভুত এক ঘটনারও। টাইম ট্রাভেলে চড়লেন যেন।

ক্রিকেটে পরিসংখ্যান বা সংখ্যাতত্ত্ব বড্ড অদ্ভুত এক জিনিস। তেমনই এক পরিসংখ্যান সাকিবের নামের পাশে। দ্বিতীয় টি টোয়েন্টিতে ১৭ বলে ২৬ রান করা সাকিব তৃতীয় ম্যাচেও করেছেন ১৭ বলে ২৬ রান। স্ট্রাইক রেট সমান ১৫২ দশমিক ৯৪। বাউন্ডারি ৪টি করে।

আউট হন একই ওভারে। দুই ম্যাচেই দ্বিতীয় সর্বোচ্চ রান নেন দলের পক্ষে। বল হাতে নেন ১টি করে উইকেট। উইকেট নেয়ার বলও একই, ৩ ওভার ২ বলে। দিয়েছেন সমান ২২ রান ।

সাকিব মানেই মিরাকল। মিরাকল অব মাগুরা!