সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ১১

0
সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ১১

সিরিয়ায় সরকারি বাহিনীর সশস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইদলিব প্রদেশের ইহসিম শহরে হওয়া এ হামলায় নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ইদলিব শহরের উদ্দেশ্যে যাওয়া দুই শিশুসহ পাঁচজন নিহত হয়। পথিমধ্যে কামান গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী তাদের হত্যা করে।

সিরিয়ার ইদলিব প্রদেশকে প্রেসিডেন্ট আসাদবিরোধীদের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। নিহতের পরিবারের এক সদস্য সাংবাদিকদের বলেন, নতুন বিয়ে করা এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে নিহতরা দক্ষিণ ইদলিবে যাওয়ার মধ্যে হঠাৎ তাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করে সরকারি বাহিনী।

একই দিনে অন্য একটি রকেট হামলা করা হয়েছে দক্ষিণ ইদলিবের সারজা গ্রামে। সরকারি বাহিনীর করা এই রকেট হামলায় তিন শিশুসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে একদিনেই সরকারি বাহিনীর হামলাশ ইদলিবে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটল।