ফুটবল বিশ্ব অপেক্ষায় থেকেছে আরও একটি ব্রাজিল আর্জেন্টিনা মহারণ দেখার। টোকিও অলিম্পিকে যার যার শেষ ম্যাচে জিতলেই হতো দুই দলের। ব্রাজিল পারলেও স্পেনের সাথে ড্র করে গোল গড়ে পিছিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সেই ম্যাচ মাঠে বসে দেখেছে ব্রাজিল অলিম্পিক দল। ম্যাচ শেষে ব্রাজিলের ডগলাস লুইস তিন সতীর্থকে নিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট দেন। ক্যাপশনে লিখেন, বিদায় ছোট ভাইয়েরা। জবাবে রদ্রিগো ডি পল ইন্সটায় পাল্টা ছবি দেন। রিচার্লিসন বসে আছে, তার দিকে আগ্রাসী আঙ্গুল তাক করে আছে পল। ছবিতে ক্যাপশন হিসেবে দিয়েছে আর্জেন্টিনার পতাকা আর শিরোপার ইমোজি।
রিচার্লিসন জবাব দিতে দেরি করেননি। আর্জেন্টিনার আগে তিনি কোপা জিতেছেন, ২০১৬ কোপাতে চুমু খাওয়া একটি ছবি এবং পেলের হাতে তিন বিশ্বকাপসহ ছবি পোস্ট করেন প্রশ্ন ছোঁড়েন, পাঁচটা বিশ্বকাপ আর কে নিয়েছে? আর্জেন্টাইন গোলরক্ষক ইমি মার্তিনেজ আবার আকাশি-নীলদের কোপা জয়ের ছবি আপলোড করেন।
লাতিন দুই পরাশক্তির সোশ্যাল মিডিয়ায় এহেন আনসোশ্যাল যুদ্ধের শুরুটা করেছেন আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারাদেস। অলিম্পিকের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেন রিচার্লিসন। পারাদেস রিচার্লিসনকে খোঁচা মেরে পোস্ট দেন, কোপার ফাইনালে কোথায় ছিলে?
তর্ক শুরু হয়ে গেছে। দুই দলের তারকারা ছাড় দিতে নারাজ। ফুটবল দুনিয়া উপভোগ করলেও এমন কাদা ছোড়াছুড়ি কদ্দিন চলে, সেটিই এখন প্রশ্ন।