এ মৌসুমে প্রথম হারের মুখ দেখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতকাল শনিবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-২ গোলে হেরে গেছে নেইমারের দল।
নিজেদের মাঠে খেলার চতুর্দশ মিনিটে নুনো দা কস্তার গোলে এগিয়ে যায় স্ত্রাসবুর্গ। বিরতির তিন মিনিট আগে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে পিএসজি।
৬৫তম মিনিটে পিএসজিকে স্তব্ধ করে এগিয়ে যায় স্ত্রাসবুর্গ। গোলরক্ষক বিনগুরাও কামারার লম্বা করে বাড়ানো বলে দা কস্তার ফ্লিকে দারুণ ফিনিশিংয়ে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন স্টেফান বাহোকেন। এরপর আর কোনো গোল না হওয়ায় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এই হার সত্ত্বেও ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুতই রইলো পিএসজির। দিনের অপর ম্যাচে অ্যাঁগেকে ১-০ গোলে পরাজিত করা মোনাকো ৩২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে।