স্থগিত হলো আফগান পাকিস্তান সিরিজ

0
স্থগিত হলো আফগান পাকিস্তান সিরিজ

আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে বদলে গেছে স্বাভাবিক জীবনযাত্রা৷ ব্যাপক পরিবর্তন এসেছে সবকিছুতে। সরাসরি প্রভাব পড়েছে দেশটির আনন্দের উৎস ক্রিকেটেও। এর রেশ ধরে বাতিল হলো পাকিস্তানের সাথে আফগানদের সিরিজ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে স্থগিত করা হলো আফগানিস্তান-পাকিস্তান আসন্ন ওয়ানডে সিরিজ। সিরিজের আয়োজক ছিল আফগানিস্তান। যদিও নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থগিত হওয়া তিন ম্যাচের এই সিরিজ চলতি বছর আর হচ্ছে না, সেটিতল নিশ্চিত। তবে একেবারে স্থগিত নয়। আগামী বছর সুবিধাজনক সময়ে আপাতত বাতিল হওয়া সিরিজটি আয়োজন করা হবে বলে। এমনটিই জানালেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ সিনওয়ারি।

শ্রীলঙ্কায় করোনার প্রকোপ বেড়ে গেছে। দেশটিতে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সঙ্গে আফগানিস্তানের চলমান পরিস্থিতি, সম্প্রচার জটিলতা এসব বিবেচনা করে সিরিজটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।