ফার্নান্দো হিয়েরো স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাশিয়া ফুটবল বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করার আগে দলটির স্পোর্টিং ডিরেক্টর পদেই ছিলেন তিনি। কোচের পদ থেকে পদত্যাগের সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, স্পেন দলের স্পোর্টিং ডিরেক্টর পদেও আর ফিরবেন না।
গতকাল স্পেনের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিশ্বকাপ শুরুর দুইদিন আগে স্পেনের কোচ হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। কারণ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার চুক্তি করেছিলেন লোপেতেগুই। তখন তাত্ক্ষণিকভাবে ৫০ বছর বয়সী ফার্নান্দো হিয়োরোকে কোচের দায়িত্ব দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্পেনের বিশ্বকাপ মিশন অবশ্য শেষ ষোলোতেই থেমে গিয়েছিল। স্বাগতিক রাশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এমন হতাশার বিশ্বকাপই হিয়োরোর পদত্যাগকে ত্বরান্বিত করেছে।