হলিউডে যাচ্ছেন আলিয়া ভাট

0

বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে ইতোমধ্যে অবস্থান তৈরি করেছেন আলিয়া ভাট। বলিউডের গন্ডি পেরিয়ে এনার আলিয়ার চোখ হলিউডে। জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এজেন্সি (ডব্লিউএমই)-র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
ডব্লিউএমই মূলত তারকা মিডিয়া, ফ্যাশন ও ক্রীড়াঙ্গনের তারকাদের প্রোফাইল সামলায়৷ এছাড়াও আরও কাজ করে তারা। এছাড়া বিভিন্ন তারকার ম্যানেজারের ভূমিকা পালন করে কখনও। আলিয়ার সাথে তাদের কাজ সমন্ধে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
ভীষণ ব্যস্ত শিডিউলে চলা নায়িকা সদ্য শেষ করলেন সঞ্জয় লীলা বানসালির ছবি ‘,গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র কাজ। হাতে আছে করণ জোহরের ‘রকি অওর রানি কী প্রেম কাহানি।’ এতে আলিয়ার বিপরীতে অভিনয় করবেন রণবীর সিং।
আলিয়া ভাট প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন অল্প কিছুদিন আগে। সামনে আসবে নতুন চলচ্চিত্র ‘ডার্লিং’, যাতে সহকারী প্রযোজক হিসেবে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান।
ভারতীয় নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে দারুণ জায়গায় আছেন। তার দেখানো পথে হেঁটে মহেশ ভাটের কন্যা আলিয়া পাশ্চাত্যে নিজেকে কতখানি মেলে ধরতে পারবে তা সময় বলে দেবে।