করোনাভাইরাস প্রতিরোধে আবিষ্কৃত বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা ‘জাইকভ-ডি’ ১২ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। বিশ্বের প্রথম ৩ ডোজের এ টিকা সরবরাহ করবে ওষুধ প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা। ১২ বছর থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এ টিকার অনুমোদন দিলো।
হায়দরাবাদভিত্তিক বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা জানিয়েছে, গবেষণায় টিকাটি করোনা প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা প্রতিবছর তারা ১২০ মিলিয়ন ডোজ উৎপাদন করবে। এর আগে অন্যান্য প্রাণী দেহে ডিএনএ ভ্যাকসিন ভাল ফল দেখিয়েছে বলে জানা যায়।
ভারতে বেশ কয়েকটি টিকা দেয়ার কার্যক্রম চলছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-র টিকা কার্যক্রম চলছে পুরো দেশে। দেশটিতে এরইমধ্যে ৫৭০ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে ১৩ শতাংশ বয়স্ক মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে ভারতে। তবে এক ডোজ করে টিকা নিয়েছেন দেশটির ৪৭ শতাংশ মানুষ।