নিউজিল্যান্ডের ক্রিকেটে শত বছরের রেকর্ড ভাঙলেন ব্র্যাড স্মুলিয়ান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের ড্র হওয়া ম্যাচে রেকর্ড ২০৩ রান করেছেন তিনি।
দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে এটাই কারও ব্যাটে সর্বোচ্চ রান।
স্মুলিয়ানের ডাবল সেঞ্চুরি টপকে গেছে কেন্টারবুরির জর্জ ওয়াটসনকে। ১৮৮০-৮১ মৌসুমে ১৭৫ রান করেছিলেন ওয়াটসন। এতদিন ওটাই ছিল প্রথম শ্রেণীর অভিষেকে রেকর্ড রান।
৮৫ রানে পাঁচ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে সাত উইকেটে ৩১৩ রান এনে দেন স্মুলিয়ান। তার ২০৭ বলের ইনিংসে ছিল ৩১ চার ও তিন ছয়।
রেকর্ড গড়ার পথে ডগ ব্রেসওয়েলের (৬৩) সঙ্গে ২২৪ রানের জুটি গড়েন স্মুলিয়ান।
অবশ্য তার দল চারদিনের এ ম্যাচে ৩০৮ রানের টার্গেটে নেমে ভালো প্রতিরোধ গড়েছিল। সাত উইকেটে ২২৩ রানে দিন শেষ করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। দ্বিতীয় ইনিংসে মাত্র চার রান করেছেন স্মুলিয়ান।