৩৯জন স্ত্রী এবং ৯৪জন ছেলেমেয়ে সহ ১৮০ জন সদস্য নিয়ে তার সংসার!

0
বড় পরিবার
স্ত্রী, সন্তান, নাতি নাতনী সহ ১৮০ জন মানুষের পরিবার!

বিচিত্র এই জগতে ঘটে চলছে বিভিন্ন রকমের ঘটনা। গিনেস বুক নামক বইয়ে এমন অনেক মানুষের নাম জানা যাবে যারা অদ্ভুদ সব ঘটনার জন্য বিখ্যাত।আর আমার মত আম জনতাও চায় গিনেস বুকে তার নাম থাকুক কিন্ত এইভাবে না!

আজ আপনাকে এমন একজনের কথা বলবো যার পরিবারের সদস্য সংখ্যায় একটি ছোট খাটো গ্রাম হয়ে যাবে। ভারতের  মিজোরাম প্রদেশের বাকতাং থলাংনুয়াম  গ্রামে যিওনা চানা নামের এক লোকের বাস। স্বাভাবিক ভাবে একটা পরিবারে সর্বোচ্চ লোক থাকতে পারে বলে আপনি কল্পনা করতে পারবেন? ১০-২০জন?

কিন্ত মিস্টার চানার পরিবারে সদস্য সংখ্যা ১৮০ জন! তিনি তার ৩৯জন স্ত্রী এবং ৯৪ জন ছেলে মেয়ে ও পুত্রবধু, নাতি নাতনি নিয়ে একই বিল্ডিং মানে নিজের একটা বাড়িতেই থাকেন। তার বাড়ির ঘর বা রুমের সংখা ১০০ টি।

যিওনা চানার বাড়ি।

অবাক হচ্ছেন? হওয়ারই কথা এতগুলো মানুষ কিভাবে একসাথে থাকতে পারে বছরের পর বছর! কিভাবে সামলান এতগুলো স্ত্রী কে!  কিভাবে চালান তিনি তার পরিবারকে?  এমন হাজারো প্রশ্ন মাথায় আসতে পারে আপনার।

৭২ বছর বয়সি যিওন চানার হোটেলের মতো দেখতে এই বাড়িটিতে মোট ১৮০ জন মানুষের বসবাস।
৩৯জন স্ত্রী,৯৪জন ছেলেমেয়ে,১৪জন ছেলের বউ এবং ৩৩জন  নাতি-নাতনি !

স্ত্রীদের সাথে যিওনা চানা

কি ফ্যামিলি রে বাবা!

নিজেকে নিজে ধন্য মনে করেন ৩৯ জন স্ত্রী পেয়ে।স্পেশাল ভাবেন যে তিনি এত বড় একটি পরিবারের কর্তা ।তার পরিবারের নিয়ম-কানুন একদম আর্মি দের শক্ত নিয়ম কানুন এর মতোই। সবাইকে কঠোর ভাবে নিয়ম মেনে চলতে হয়।

এক বছরের মাথায় ১০টি বিয়ে করারও তার রেকর্ড আছে।তিনি তার বড় স্ত্রীর সাথে এক বিছানায় থাকেন এবং অন্যান্য কম বয়সিরা তার আসেপাশেই থাকেন।এক রুমে তিনি তার ৫-৬ জন স্ত্রীর সাথে ঘুমান।এই সমস্ত প্রক্রিয়া চলে রুটিন মোতাবেক।

এক রুমে তিনি তার ৫-৬ জন স্ত্রীর সাথে ঘুমান

এখন পর্যন্ত তার কোন স্ত্রীর এই বিষয়ে কোন অভিযোগ নেই।তাদের মধ্যে একজন বলেন,তারা তাদের স্বামীর সাথে থাকেন কারণ তিনি তাদের পরিবারের একজন গুরুত্বপুর্ন মানুষ আর গ্রামের মধ্যে সুদর্শন ও সৎ পুরুষ।

তার ৩৯ জন স্ত্রীর মধ্যে সবার কথা হল এখানে থাকতে হলে ‘সম্মান ও ভালবাসা’ নিয়ে থাকতে হবে।এইটাই একসাথে ভাল থাকার মোক্ষম উপায়।

তার ১৪ টি ছেলের ১৪ টি বউ তারা একই বাড়িতে মিলেমিশে থাকেন। একসাথে থাকতে তাদের আনন্দ হয় বলেই জানান তারা।

আজকের এই জেনেরেশনে এমন একটি পরিবার দেখে সত্যি অবাক লাগে।যেখানে এক ছাদের নিছে কয়েজন মানুষ থাকতে পারে না।সে খানে ১৮০ জন মানুষ সবার সাথে সুসম্পর্ক রেখে কিভাবে এক সাথে থাকে।

শুধু থাকা নয় বরং রান্না বা খাওয়ার কাজই এক সাথেই হয়।
তাহলে একটু ভাবুন যে,১৮০ জন মানুষের খাবার কেমন হতে পারে?  তা আবার প্রতিদিন ৩বার করে রান্না?মিস্টার চানা সাহেবের বাসায় কোন কাজের লোক নেই। স্ত্রী’রাই রান্না ও অন্যান্য কাজ করেন। তবে রুটিন মোতাবেক।কেউ একদিন রান্না অথবা কেউ ঘর পরিস্কার , আবার কেউ কাপড় ধোয়া।

বড় পরিবার
স্ত্রী, সন্তান, নাতি নাতনী সহ ১৮০ জন মানুষের পরিবার!

কেউ আবার মটিভেটেড হয়ে গিয়ে উনার মতো কাজ করতে যাবেন না ! নিজের পরিবারকে ভালবাসুন এইটাই শিক্ষনীয় বিষয়।

লেখাঃ এমদাদুল হক মিলন

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে