৬০ দেশকে ১১ কোটি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

0
৬০ দেশকে ১১ কোটি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ৬০ দেশকে ১১ কোটি টিকা উপহার হিসেবে প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আফগানিস্তান যেমন রয়েছে তেমনি রয়েছে আফ্রিকার দেশ জাম্বিয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত জোট কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্রের দেওয়া এসব টিকার বেশিরভাগই গিয়েছে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর কাছে। এর আগে জো বাইডেন বলেছিলেন বিশ্বের জন্য ‌‘টিকার ভাণ্ডার’ হবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২ সালের মধ্যে ১১০টি দেশে ভ্যাকসিন পাঠানোর যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, চলতি আগস্ট মাসের শেষ থেকে এসব দেশে আরও ৫ লাখ করে ডোজ ভ্যাকসিন পাঠানো শুরু করা হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত জুনের মধ্যে আট কোটির বেশি ভ্যাকসিন বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও ভ্যাকসিন আরো বেশি প্রদান করা হয়েছে কিন্তু বিশ্ব থেকে করোনা দূর করার ক্ষেত্রে এ ভ্যাকসিন বেশ অপ্রতুল বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।