৮৫ রানের বড় জয় পেল বাংলাদেশ এ দল

0
৮৫ রানের বড় জয় পেল বাংলাদেশ এ দল

স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৮৬ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। গতকাল বুধবারের ম্যাচে মুমিনুলের সুবাদে বাংলাদেশের ব্যাটিংটা ছিল ঝকঝকে। মাত্র ৪ উইকেট হারিয়ে এই বিশাল স্কোর গড়ে তোলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

আয়ারল্যান্ড ‘এ’ দলও ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা খারাপ করেনি। ৪৬.১ ওভার খেলে ৩০১ রানে সব উইকেট হারায় আইরিশরা। স্বাগতিকদের হয়ে শতক করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবারনি। ১১১ বল খেলে ১০৬ রান তোলেন তিনি।

এই দিকে বাংলাদেশের পক্ষে ফজলে মাহমুদ ৪৭ রান দিয়ে ৩টি ও খালেদ আহমেদ ৭৩ রান দিয়ে ৩ উইকেট নেন। সাইফউদ্দিন ও শফিউল ইসলাম নেন ২টি করে উইকেট।

১৩৩ বলে ১৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। ইনিংসে ২৭টি চার, ছয় আছে ৩টি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর দুই দল একটি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশের সামনে শুধু সিরিজে এগিয়ে যাওয়া নয়; ছিল সিরিজ না-হারাও নিশ্চিত করার সুযোগ। সেটি ঠিকভাবেই করতে পেরেছে বাংলাদেশ। সিরিজে ২-১-এ এগিয়ে বাংলাদেশ।

স্বয়ং অধিনায়ক এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিলেন। তৃতীয় ওভারে নেমে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়েছেন ৪৫তম ওভারে। তা না হলে ডাবল সেঞ্চুরি হয়তো হয়েই যেত। না হলেও ১৮২ রানের ইনিংসটি স্বীকৃত লিস্ট-এ বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ১৯০ রান আছে রকিবুল ইসলামের।