আজ আদালতে তোলা হবে গ্রেফতারকৃত দুই ধর্ষককে

0
আজ আদালতে তোলা হবে গ্রেফতারকৃত দুই ধর্ষককে!

সিলেটের কানাইঘাটের জন্তিপুর গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবককে আজ শনিবার (১৭ জুলাই) আদালতে তোলা হবে।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী নারীকেও ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।

ভিকটিমের বাবা জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই নারী টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময় জন্তিপুর গ্রামের মৃত মুরাকিব আলীর ছেলে রিয়াজ উদ্দিন (২৫) তার বসতবাড়িতে ডেকে নিয়ে যায় ওই নারীকে। এরপর রিয়াজ উদ্দিনসহ জন্তিপুর গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে সোহেল আহমদ (২৫) ও রাধানগর গ্রামের ইয়ারীছ আলীর ছেলে ফয়ছল আহমদ (৩৫) ও সিদ্দিক আলীর ছেলে গিয়াস আহমদ (৩৫), জন্তিপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ভাগ্না সুহেল উদ্দিন (২০) ওই বসত ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করে শারীরিক প্রতিবন্ধী মেয়েটিকে।

ঘটনার পর নির্যাতনের শিকার ওই নারীর বাবা বাদী হয়ে কানাইঘাট থানায় ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ দায়ের পরপরই ওই থানার সাব ইন্সপেক্টর এসআই মাইনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে সোহেল আহমদ ও ফয়ছল আহমদকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ধর্ষক রিয়াজ উদ্দিন ওই নারীকে বহুদিন যাবত বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়ের পরিবারের কেউই রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে টিউশনি করে বাড়ি ফেরার পথে রিয়াজ উদ্দিন তাকে তার বসতবাড়িতে ডেকে নিয়ে তার বাকি ৪জন সহযোগীসহ পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার পর থেকে মূলহোতা রিয়াজ উদ্দিন পলাতক থাকলেও নির্যাতিতা নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনের মধ্য হতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।