গতকাল বুধবার (১৪ জুলাই) সিলেট জেলা প্রশাসন কোরবানির ঈদের আগে সিলেট নগরীতে হাট বসানো নিয়ে সিলেট সিটি করপোরেশনের করা ৮টি হাটের আবেদনের বিপরীতে ৩টি পশুর হাট বসার অনুমতি প্রদান করেছে।
বুধবার সন্ধ্যায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গণমাধ্যমের কাছে এ বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি জানান, কয়েকদিন আগে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর টিলাগড়, চৌকিদেখী, আম্বরখানা হাউজিং সোসাইটি মাঠ, মদিনা মার্কেট, রিকাবিবাজার, ঝালোপাড়া, মাছিমপুরের কয়েদির মাঠ ও পারাইরচক সহ মোট ৮টি জায়গায় পশুর হাট বসানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিলো। এছাড়াও বিকল্প হিসেবে কালাপাথর মাঠেরও প্রস্তাবও দেন তারা। কিন্তু কোভিড মহামারীর ব্যাপক সংক্রমণ বিবেচনায় মাত্র ৩টি হাটের অনুমোদন দেয় সিলেট জেলা প্রশাসন। এ তিনটি স্থান হলো নগরীর মাছিমপুর কয়েদির মাঠ, কালাপাথর মাঠ ও কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পার্শ্ববর্তী স্থান।