নোয়াখালী জেলার কবিরহাটে ককটেলসহ ১৮জনকে আটক করেছে প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার ওটারহাট বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা সবাই বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বাসিন্দা বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি।
স্থানীয় সূত্র জানা যায়, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার দাবিতে বুধবার বিকেলে বাটইয়া ইউনিয়নের জামতলায় বিক্ষোভ মিছিল করে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একদল অনুসারী।
অপরদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারীরা ওই ইউনিয়নের ওটারহাট নামক স্থানে মিছিল করে। পরে ওটারহাটের স্থানীয় লোকজন সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করে থানায় খবর দিলে মাইক্রোবাসে থাকা ১৮জনকে আটক করে পুলিশ।
এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি তল্লাশি করে ৩টি লোহার পাত ও ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তারা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। কিছু জানা গেলে পরে বিস্তারিত জানানো হবে।














