১৩৫ কেজি কচ্ছপের হাড়সহ চাঁপাইনবাবগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুটি পৃথক গ্রামে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চামুচা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমিন (২২), ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামের এতাজউদ্দীনের ছেলে মো. রফিকুল (৫০) এবং মফিজউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২০)।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, রহনপুর বিজিবি ব্যাটালিয়নের একটি দল জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান এবং চামুচা গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিরজান গ্রামের রফিকুলের বাড়ি থেকে ১৩৫ কেজি ‘ভারতীয় কচ্ছপের হাড়’ সহ তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর রফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চামুচা গ্রাম থেকে আল আমিন এবং মনিরুল ইসলামকেও তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।
উৎস হিসেবে আমীর হোসেন মোল্লা বলেন, একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ভারত থেকে চোরাইপথে কচ্ছপের হাড়গুলো বাংলাদেশে নিয়ে এসেছিলেন। বর্তমানে তিনি পলাতক।
সংশ্লিষ্ট ঘটনায় ভোলাহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।