করোনার থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে, এছাড়া উপায় নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী

0
গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, করোনার যে ধ্বংসলীলা শুরু হয়েছে এ থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকেই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে।

ময়মনসিংহের ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে সদ্যপ্রয়াত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকারের রূহের মাগফিরাত উপলক্ষেউপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রতিমন্ত্রী আরো বলেন, মরহুম এম এ হাকিম সরকার ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন মানুষের উপকার করে গেছেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদসহ জনকল্যাণমূলক নানা ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় তিনি জড়িত ছিলেন।
এসময় ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মরহুমের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু।

উল্লেখ্য, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ হাকিম সরকার গত শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।