কিশোরের হাত-পায়ের রগ কেটে দিলেন মাদক কারবারিরা

0
কিশোরের হাত-পায়ের রগ কেটে দিলেন মাদক কারবারিরা

সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় জিম (১৩) নামের এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে মাদক কারবারিরা।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এ ঘটনায় অভিযোগ দিয়েছেন আহত কিশোরের পরিবার।আহত জিম ঢাকার ধামরাইয়ের মো. জালালের ছেলে। সে বাসের হেলপার ছিল।

আহত জিমের ভাই লিটন বলেন, কিছুদিন আগে জিমসহ আরও কয়েকজন মিলে টিপু, টেক্কা মনির ও রাব্বিকে মাদক বিক্রি করতে বাধা দিয়েছিল। গতকাল রাত ৩টার দিকে বাস রেখে আমি ও জিম বাসায় ফেরার পথে রাম দাঁ, চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করে টিপুবাহিনী। কিন্তু জিম দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। এসময় তারা জিমের হাত ও পায়ের রগ কেটে দেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো বলেন, তারা হঠাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার গলায় ছুড়ি দিয়ে আঘাত করে। অল্পের জন্য বেঁচে গেছি আমি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।