কোভিড শঙ্কায় ব্রাজিলের অলিম্পিক দল

0

কোপার ফাইনালে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের ক্ষত এখনও দগদগে ব্রাজিলের। ভেন্যু মারাকানা হওয়ায় আক্ষেপের মাত্রা অধিক। দুঃখ ভুলতে সামনে আছে অলিম্পিক গেমস। গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর বসছে জাপানের টোকিওতে। গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা থামিয়ে দেয়।

এক বছর পর প্রস্তুতি যখন সম্পন্ন, অ্যাথলেটরা তৈরি দেশের প্রতিনিধিত্ব করতে তখনই করোনার থাবা। জাপানে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১৪৯, যা বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ! টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর হাম্মাতসুরের এক হোটেলে উঠেছে ব্রাজিলের অলিম্পিক দল, আছেন ফুটবলাররা।

এই হোটেলেই সাত জন কর্মীর কোভিড পজিটিভের খবর পাওয়া যায়। ব্যতিব্যস্ত হয়ে পড়ে প্রশাসন। সংক্রমণ যাতে না ছড়ায়, রোগীদের আলাদা করা হয়েছে। ব্রাজিল দলকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সুরক্ষা। আশার কথা, নিরাপদ আছেন সকলে।

সুষ্ঠুভাবে বিশ্বের সবচাইতে বড়ো ক্রীড়া ইভেন্ট অলিম্পিক আয়োজন করতে টোকিওসহ জাপানের একাধিক শহরে জরুরি অবস্থা জারি করা হয়। অবস্থা বেগতিক হলে দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্টগুলো আয়োজন হতে পারে, এমন সিদ্ধান্তের কথা জানিয়ে রাখে জাপান সরকার।