খুলনায় কাভার্ডভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে দুজন নিহত

0
খুলনায় কাভার্ডভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে দুজন নিহত

খুলনা মহানগরীর হরিণটানা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অটোরিকশা ও অনলাইন মার্কেটপ্লেস দারাজের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-অটোরিকশার যাত্রী সিয়াম (৪০) ও চালক জিল্লুর রহমান। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান চালক ও তার হেলপারকে আটক করেছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে কৈয়া বাজার থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে দারাজের একটি কাভার্ডভ্যান কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের কাছে পৌঁছালে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী সিয়াম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর ইজিবাইক চালক জিল্লুর রহমানের মৃত্যু ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত এক নারীর অবস্থা আশঙ্কাজনক।