খুলনা বিভাগে বুধবার সকাল ৮.৩০টা থেকে বৃহস্পতিবার সকাল ৮.৩০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪ জন এবং এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৮১৭ জন।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, বিভাগে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন মারা গেছেন। এছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে যশোরে ৬, খুলনা ও মেহেরপুরে ৪জন করে, মাগুরা ও ঝিনাইদহে ৩জন করে, বাগেরহাট ও নড়াইলে ২জন করে এবং চুয়াডাঙ্গায় ১জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মারা গেছেন দুই হাজার ৫৫৪ জ্ন, আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৯৩ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৩২০ জন।