খুলনা বিভাগে গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন এবং এই সময়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা ২১৩ জন। এ নিয়ে খুলনা বিভাগে সর্বোমোট করোনা রোগীর সংখ্যা ৮৫ হাজার ছাড়াল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, এ বিভাগে এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু এবং ৯৮১ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ সে হিসেবে গতকালের চেয়ে আজ শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। তবে গতকাল ঈদের দিন বলে নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তও কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে আরো জানা গেছে, খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত বছরের ৩ জুলাই রোগীর সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই শনাক্তের সংখ্যা ১০ হাজার, ১২ আগস্ট রোগী ১৫ হাজার ছাড়ায়। এরপর এই বছরের ১ জানুয়ারি ২৫ হাজার, ৩ জুন ৩৫ হাজার, ২০ জুন ৪৫ হাজার এবং ২৫ জুন ৫০ হাজার, ১৪ জুলাই ৭৫ হাজার, ১৭ জুলাই ৮০ হাজার ছাড়ায় এবং আজ ২২ জুলাই এই সংখ্যা ৮৫ হাজার ছাড়াল।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে ৭০০ এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মোট ৯৪২ জনের এ নমুনা পরীক্ষায় ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সে হিসেবে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৬১ শতাংশ।
সূত্র মতে, নতুন শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ৭২ জন শনাক্ত খুলনায়। এ ছাড়া অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে ১ জন, যশোরে ৩৫ জন, ঝিনাইদহে ৮ জন, কুষ্টিয়ায় ২১, মেহেরপুরে ২৭, নড়াইলে ৮ জন এবং সাতক্ষীরায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে চুয়াডাঙ্গা ও মাগুরায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানা গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২৩ জন। এ নিয়ে খুলনা বিভাগে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৮ হাজার ১৩৫ জন। সে অনুযায়ী সুস্থতার হার ৬৮ শতাংশ। বর্তমানে বিভাগে করোনা রোগী রয়েছেন ২৪ হাজার ৯৭৬ জন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৬০ জন এবং বাকিরা সবাই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।