খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন ও ইনস্টিটিউটের স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণির প্রথম বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে অনলাইনে।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষাগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণমাধ্যমকে বলেন, আমরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করলাম। এ অভিজ্ঞতা ভবিষ্যতে দুর্যোগ বা মহামারির মধ্যেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এক্ষেত্রে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব।
তিনি আরও জানান, করোনা মহামারির কারণে একাডেমিক ক্ষেত্রে যে সময়টা পিছিয়ে গেছে তার রিকভারি প্ল্যান করতে হবে। প্রয়োজনে অনলাইন শিক্ষা কার্যক্রমের সহায়তায় তা পুষিয়ে নিতে হবে।
Attachments area