বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার পেছনে চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজসংলগ্ন রেললাইনে র্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে মহিমউদ্দিন ওরফে মহিন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, মহিন বায়েজিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে ১৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব ৭-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, মেডিকেল কলেজসংলগ্ন রেললাইনে একদল সন্ত্রাসীর অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের টহল দল ভোরে সেখানে অভিযানে যায়। এ সময় র্যাব উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহতকে মহিন হিসেবে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, নিহত মহিমউদ্দিন চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।