আজ বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাবার ড্যামের পানিতে ডুবে স্নাতক শ্রেণির এক ছাত্র মারা গেছেন। উপজেলার ভুজপুর থানার হালদা নদীর ওপর তৈরি রাবার ড্যামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোহাম্মদ ইব্রাহিম (২১) ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। কিন্তু চট্টগ্রাম নগরের নুর আহম্মদ সড়কের রাবেয়া রহমান গলিতে থাকতেন তিনি।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসাব উদ্দিন বলেন, ‘শহর থেকে ছয় বন্ধুসহ ইব্রাহিম রাবার ড্যামে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ড্যামে নামার সময় হঠাৎ তিনি পা পিছলে পানিতে পড়ে যান। এবং সঙ্গে সঙ্গে ইব্রাহিম গভীর পানিতে তলিয়ে যান।’
পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।