নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানের সামনে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে হামলায় এক কলেজছাত্র নিহত ও ওই ছাত্রের বাবা ও চাচাতো ভাই আহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনাটি ঘটে।
নিহত ওই ছাত্রের নাম মো. আনোয়ার হোসেন (২৫)। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর ছাত্র ছিলেন। আহত দু’জন হলেন নিহতের বাবা মকবুল হোসেন ও চাচাতো ভাই মনির হোসেন (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে আনোয়ার হোসেন গ্রামের বাজারে যাওয়ার পর একটি চায়ের দোকানের সামনে রাখা চেয়ারে তিনি বসতে চান। এ সময় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর এলাকার জুয়েল মিয়া (২০) বাধা দেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তৎক্ষনাৎ তাঁদের থামিয়ে দেন। রাত আটটার দিকে আনোয়ার একটি মুদিদোকানে বসেছিলেন। এ সময় তাঁর চাচা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল জব্বার মীমাংসার জন্য আনোয়ারকে আরেকটি দোকানের সামনে ডাকেন। সেখানে ওত পেতে থাকা জুয়েল মিয়া, তাঁর বড় ভাই সোহেল মিয়া (২৩), বাবা মরম আলী (৪৬), স্বজন আমছর আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান।
এতে আনোয়ার, তাঁর বাবা মকবুল হোসেন ও চাচাতো ভাই মনির আহত হলে তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত অবস্থায় মকবুল ও মনিরকে চিকিৎসার জন্য রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করার খবর পাওয়া গিয়েছে পুলিশের পক্ষ হতে।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।