জেলা প্রশাসন এর অর্থ সহায়তা পেল ৫৫০জন

0
জেলা প্রশাসন এর অর্থ সহায়তা পেল ৫৫০জন

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় যৌথভাবে চট্টগ্রামের ৫৫০ জন মানুষকে দুই হাজার টাকা করে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই টাকা বিতরণ করেন।

এসময় তিনি গণমাধ্যমকে বলেন, করোনা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উন্নত বিশ্বের অনেক দেশ যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও কর্মপরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে চলেছে। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, আর সেই দেশ এখন প্রতিটি নির্দেশক সূচকে প্রতিবেশী অনেক দেশকেই ছাড়িয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড এর আগ্রাবাদ শাখার জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবু তাহের।
Attachments area