জয়পুরহাটে ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পাঁচবিবি উপজেলার ছালাখুর ও ক্ষেতলাল উপজেলার দাশরা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম গোলাম মওলা (৩০)। ক্ষেতলাল উপজেলার দাশরা এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, সকালে ছালাখুর এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গেলে রাস্তার পাশের ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
অপরদিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃরেন্দ্রনাথ মণ্ডল জানান, উপজেলার দাশরা গ্রামের একটি ধানক্ষেত থেকে গোলাম মওলা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা বলেন, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। শিঘ্রই রহস্য উন্মোচিত হবে।














