টাঙ্গাইলে মদপানে প্রাণ গেল তিন যুবকের

0

টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে (অ্যালকোহল) তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)। এ ঘটনায় নিহতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকালে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে তিনজন মিলে দেশীয় তৈরি মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, তারা কার কাছ থেকে মদ কিনেছিলেন সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।