টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত আইসিইউর মেরামত শুরু

0
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত আইসিইউর মেরামত শুরু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ শনিবার মেরামতের কাজ আরম্ভ হয়েছে। দু-এক দিনের মধ্যে মেরামতকাজ শেষে পুনরায় সচল করা যাবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আইসিইউ সচল না থাকায় গত ৩ দিনে প্রায় ৩০ মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আইসিইউ সচল করতে গণপূর্ত বিভাগের কর্মীরা কাজ করছেন। রবিবার ঢাকা থেকে টেকনিক্যাল টিম এসে এটি সচল করতে কাজ করবে। অগ্নিকাণ্ডে ৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট হয়ে গেছে। তবে বৈদ্যুতিক সঞ্চালন ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থার কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।

আইসিইউ চালু না থাকায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটায় হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে রোগীদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়।