ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকায় ট্রেনে কাটা পড়ে শনিবার রাত ১২টার দিকে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নবাই মন্ডল।
এ বিষয়ে কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘রাত ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজাপুর গেটে পৌঁছালে সেখানে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই ব্যক্তি। পরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে যশোর নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন।’