ঢাকা উত্তরের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা আজ

0
নুরুল হুদা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ভোটগ্রহণ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
নুরুল হুদা
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তফসিল তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। একই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হবে বলেও জানান সিইসি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক বিজয়ী হন। গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৪ ডিসেম্বর ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট জারি করে স্থানীয় সরকার বিভাগ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে