রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা থেকে এলএসডিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, সাদমান সাকিব ওরফে রূপল (২৫), আসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। তাদের কাছে ২০০ ব্লট এলএসডি পাওয়া গেছে। সম্প্রতি মারা যাওয়া হাফিজুর নিজেও এই মাদকে আসক্ত ছিলেন।’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, নেদারল্যান্ডের এক নাগরিকের কাছ থেকে রূপল, তূর্য ও আদিব এই মাদক সংগ্রহ করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ ব্যবহার করে বিক্রি করতেন— বলেন এ কে এম হাফিজ আক্তার।