তারে স্পর্শ করা মাত্রই যুবকের মৃত্যু

0
তারে স্পর্শ করা মাত্রই যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সোমবার বৈদ্যুতিক সংযোগ তারে স্পর্শ করতেই আমিরুল ইসলাম রনি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শহরের আমতলায় টেকনিক্যাল স্কুলের সামনের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ওই বাড়ির মালিক জানান, রনি তার বাড়ির তৃতীয়তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় রনি অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করেন এবং সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, এ ব্যাপার তারা দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।