হারারে টেস্টের দ্বিতীয় দিন। ব্যাটিংয়ে বাংলাদেশ। ৮৫ তম ওভার চলছে। ব্যাট হাতে স্ট্রাইকে তাসকিন আহমেদ। বোলিংয়ে ব্লেসিন মুজারাবানি। মুজারাবানির শর্ট বল সামলে পরক্ষণে অদ্ভুত অঙ্গভঙ্গি করেন তাসকিন। অনেকটা ব্রেক ড্যান্সের ঢংয়ে। মুজারাবানি চটে যান। এগিয়ে এসে কপাল ঠোকাঠুকি করেন তাসকিনের সাথে। হয় কথা কাটাকাটি।
সুযোগের আশায় ওঁৎ পেতে ছিলেন জিম্বাবুইয়ান বোলার। টেস্টের পঞ্চম দিন বোলিংয়ে তাসকিন, ব্যাটিংয়ে মুজারাবানি। এবার অঙ্গভঙ্গি ফিরিয়ে দিলেন তাসকিনকে। গল্পের শুরু তাসকিনের হাতে, শেষটা কেনো অন্য জন করবে? পরের বলে রান আপ নেওয়ার আগে দুইবার একই কান্ড করেন তাসকিন।
দুই তরুণের এমন কান্ডে ধারাভাষ্যকাররা হেসে খুন। মিডিয়ায় তোলপাড়। তাসকিনের সাহসের প্রশংসা করছে অনেকে, অনেকে তা নিয়ে মেতেছে ট্রলে। সবার কাছে মজার ঠেকলেও আইসিসি বরদাস্ত করেনি একদমই! ক্রিকেটের হর্তাকর্তা সংস্থাটির আইনের ২.১.১২ ধারায় আর্থিক জরিমানা ও সতর্ক করা হয় দুইজনকে।
মাহমুদউল্লাহর অবসর, তিন সেঞ্চুরি, একমাত্র টেস্টে জয় ছাপিয়ে তাসকিন হয়ে রইলেন ম্যাচের পোস্টার বয়! ব্যাটে বলেও সপ্রভিত ছিলেন, রক্ষা সেখানেই।














