দাফনের পরদিন কবরের ওপর পাওয়া গেলো কিশোরীর মরদেহ

0
দাফনের পরদিন কবরের ওপর পাওয়া গেলো কিশোরীর মরদেহ

সাতক্ষীরার শ্যামনগরে গত ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তানজিমা পারভীন (১৩) নামের এক কিশোরী। সেইদিন বেলা ১১টায় তাকে বাড়ির পাশেই দাফন করা হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পান রাতের অন্ধকারে অজ্ঞাত কেউ কিশোরীর মরদেহ কবর থেকে তুলে কবরের উপরেই ফেলে রেখে গেছেন।

উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

মৃত কিশোরীর পরিবারের সূত্রে জানা গেছে, ক্যান্সার আক্রান্ত কিশোরী বৃহস্পতিবার সকালে মারা যাওয়ার পরে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। কিন্তু রাতে অজ্ঞাত কেউ তার মরদেহ কবর থেকে তুলে ওপরে রেখে যান। শুক্রবার বেলা ১২টার দিকে প্রশাসন এর উপস্থিতিতে আবার ওই মরদেহ দাফন সম্পন্ন হয়।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব খবীর গণমাধ্যম কে জানান, কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে ঘটনা উদঘাটনে তদন্ত অব্যহত আছে।