দিনাজপুরের খানসামায় এক মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ভবেশ চন্দ্র রায় (৬৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, ১২-১৩ বছর ধরে ভেড়ভেড়ী গ্রামের শাঁখারিপাড়া মোড়ে মুদি দোকান চালিয়ে সংসারের খরচ চালাতেন ভবেশ্বর চন্দ্র রায়। দোকানটি কিছুটা ফাঁকা স্থানে হওয়ায় রাতে সেখানেই থাকতেন তিনি। সোমবার ভোর ৪টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন মুদি দোকানটি পুড়ে গেছে। দোকানের ভেতর থেকে ভবেশ চন্দ্রের লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের ধারণা, দোকানে বিছানার নিচে থাকা কয়েল থেকে আগুন লাগতে পারে। এছাড়া দোকানে আনুমানিক ৩০-৩৫ হাজার টাকার মালামাল ছিল বলেও জানান তারা।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন এবং ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ সরকার।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, “পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় নিহতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।”