দিনাজপুরে করোনা আক্রান্ত-উপসর্গে ৬ জনের মৃত্যু

0

দিনাজপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৭৩। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭১ জন। তাদের মধ্যে ৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৩ হাজার ৭১৯ জন। সুস্থ হয়েছেন প্রায় ১২ হাজার ৭৭৫ জন।