দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল – টিআই-এর বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। টি আই-এর জরিপ অনুযায়ী, দুর্নীতির বিচারে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৩। ধারণা সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। টিআই-এর জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া।
আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ – নিউজিল্যান্ড। প্রতিবছর সারাবিশ্বে দুর্নীতি সম্পর্কে মানুষের অভিমতের ওপর জরিপ চালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ধারণা সূচক প্রকাশ উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ – টিআইবি জানায়, আইনী কাঠামো আগের চেয়ে শক্তিশালী হওয়ায় বাংলাদেশ দুর্নীতির সুচকে উন্নতি করেছে।