দেড় শতাধিক দিনমজুরকে খাবার দিল ‘মানব কল্যাণ সংস্থা’

0
দেড় শতাধিক দিনমজুরকে খাবার দিল ‘মানব কল্যাণ সংস্থা’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মহীন প্রায় দেড় শতাধিক দিনমজুরের হাতে খাবার তুলে দিয়েছে ‘মানব কল্যাণ সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার চিটাগাং রোড, হাউজিং, আদমজী ও চৌধুরী বাড়ি এলাকায় খাবার প্যাকেট বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ সুমন হোসেন জানান, “আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের আশপাশে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা অনেক কষ্টে রয়েছেন। তারা কিন্তু হাত পাততে পারেন না বা মুখ ফুটে কাউকে সাহায্যের কথা বলতে পারছেন না। সুবিধা বঞ্চিত সেসব মানুষদের মুখে হাসি ফুটানোই আমাদের উদ্দেশ্য।”

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে বলে জানা যায়।