ধর্মীয় উসকানি দেওয়ায় দুই ছাত্র গ্রেফতার

0
ধর্মীয় উসকানি দেওয়ায় দুই ছাত্র গ্রেফতার

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মুহাম্মাদ শিব্বির বিন নজির (২০) ও মোঃ রিফাত খন্দকার (২১) নামে দুই মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজনই রাজধানীর একটি মাদরাসার ছাত্র বলে খবর পাওয়া গেছে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গত রবিবার মুহাম্মদ শিব্বির বিন নজির তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আজান দিলাম। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অতি শিগগিরই সেখানে ইসলামের পতাকা উড়বে।’ তার এ স্ট্যাটাস শেয়ার করেন মোঃ রিফাত খন্দকার। এ্মন পোস্টে বিভিন্ন মহল থেকে নেতিবাচক মন্তব্য আসে।

অতঃপর মঙ্গলবার সীতাকুণ্ড থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘দুই মাদরাসাছাত্রকে সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’