নতুন অবরোধ আরোপ উ. কোরিয়ার ওপর

0
নতুন অবরোধ আরোপ উ. কোরিয়ার ওপর

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করেছে। শুক্রবার এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে দেশটির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

নতুন অবরোধ আরোপ উ. কোরিয়ার ওপর

যুক্তরাষ্ট্র এই প্রস্তাব পেশ করে। প্রস্তাবে দেশটির তেল সরবরাহের উপর ৯০ শতাংশ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। প্রস্তাবের বিস্তারিত জানা যায়নি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বকে তাদের পদানত করতে চায়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের রূপরেখা তৈরি করেছে, সেটি একটি অপকর্মের দলিল বলে বর্ণনা করেছেন।

গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি যে হুমকি তৈরি করেছে, যুক্তরাষ্ট্রকে তার মোকাবেলা করতে হবে। উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্র চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতে। উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জাতিসংঘে ভোটাভুটির আগে এই মন্তব্য করে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা কৌশল আসলে কিছুই না। তবে এটি আগ্রাসনের একটি ঘোষণা।

বিবিসি ও রয়টার্স।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে