মেহেরপুরের মুজিবনগর থানার এক পুলিশ সদস্য নিজের ব্যবহৃত সরকারি রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে তিনি কর্মরত ছিলেন বলে জানা যায়। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম গণমাধ্যমকে বলেন, আজ ঈদের দিন ভোরে পুলিশ ক্যাম্পে কর্মরত অবস্থায় সাইফুল ইসলাম (কং নাম্বার ৫৪৩) তাঁর কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তাঁর মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারিবারিক হতাশা থেকে এই ঘটনা বলে জানান মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম।
সাইফুলের স্ত্রী ফরিদা খাতুন জানান, তিনি মেহেরপুর সদর থানায় পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন। কর্ম ব্যস্ততার কারণে তাঁদের দেখা সাক্ষাৎ কম হতো। এ ছাড়া গ্রামের পরিবার নিয়ে ছিল নানান দুশ্চিন্তা। তবে কেন এভাবে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলো জানিনা।