কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের একটি বাড়ি থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাজেদা বেগম (৫২) নামের এক গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘প্রতিবেশী আবদুল হান্নান সরকার সকালে নিহত মাজেদার বাড়ির গাছের ডাল-পালা পরিষ্কার করার জন্য গিয়ে সেখানে বাড়ির প্রধান গেট খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরে ঢুকে দেখেন কাদামাখা শরীরে মাজেদা বেগম মেঝেতে পড়ে আছেন। এসময়ে তার পা ওড়না দিয়ে বাঁধা ছিলো।
মাজেদা বেগমকে এ অবস্থায় দেঝে তিমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন ও পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বর্তমানে হত্যার রহস্য উদ্ঘাটনে আমাদের পুলিশ কাজ করছে।’














