নেশাখোর ছেলে প্রাণ নিলো বাবার

0
খাগড়াছড়ি Khagrachhari

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙালিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মো. মিন্টু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

জানা যায়, এ ঘটনায় সন্ধ্যায় মধ্যবেতছড়ি এলাকা থেকে ঘাতক মো. জসিম উদ্দিন জনিকে (২৪) পুলিশ আটক করেছে । নিহত মো. মিন্টু মিয়া পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে মো. জসিম উদ্দিন জনি নেশা করে প্রায়ই পরিবারে কলহ সৃষ্টি করতেন। শুক্রবারও নেশা করে বাড়িতে ফিরলে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময়ে একপর্যায়ে জসিম উদ্দিন জনি দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।