নোয়াখালী জেলার ২৯১টি কেন্দ্রে দেওয়া হবে গণটিকা

0
CORONA VACCINE করোনা ভ্যাক্সিন

আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে গণটিকার কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা থাকলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করে আপাতত কেবল শনিবার (৭ আগস্ট) একদিন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র হতে জানা যায়, ওই দিন নোয়াখালী জেলায় ৯১ ইউনিয়নে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় ১৮টি কেন্দ্রে ৫৮ হাজার ২০০ জনকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হবে। এসময়ে প্রতিটি কেন্দ্রে তিনটি করেওসময়েথের ব্যবস্থা করা হবে। প্রতিটি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী এ কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত থাকবে।

এ বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, বর্তমানে জেলায় ৮৩ হাজার টিকা মজুদ রয়েছে। গণটিকা কার্যক্রম ছাড়াও জেলায় আগের মতো টিকাদান অব্যাহত থাকবে।